জাবিতে জলছবির চতুর্থ বার্ষিকী উদযাপন


প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২৪ আগস্ট ২০১৫

‘মানুষ মানুষের জন্য’ স্লোগানকে ধারণ করে সেবামূলক প্রতিষ্ঠান ‘জলছবি’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বার্ষিকী উদযাপন করেছে। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পাশে কেক কেটে চতুর্থ বার্ষিকী উদযাপন করে।

এ সময় জলছবির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এ কে আজাদ বাকীসহ সভাপতি মো. হেলাল উদ্দিন, মো. মোবাশ্বের উজজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন এবং জলছবির নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এ কে আজাদ বাকী বলেন, ‘বাঙালি হিসেবে মানুষের জন্য আমরা কিছু করতে চাই। আমাদের সবার উচিত সমাজের জন্য, দেশের জন্য যার যার নিজের অবস্থান থেকে কিছু করার চেষ্টা করা’।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে ফ্রি চিকিৎসা, নিরক্ষতা দূরীকরণ কর্মসূচি, বৃক্ষরোপনসহ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে জলছবি।

হাফিজুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।