আওয়ামী লীগের বিজয় সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

এর আগে দুপুর ১২টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন শুরু হয়। কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, সালমা ও জলের গান ব্যান্ডসঙ্গীত পরিবেশন করে।

আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন সমাবেশের আলোচনাপর্ব সঞ্চালন করছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়কে উদযাপনে কেন্দ্রীয়ভাবে বিজয় সমাবেশ পালন করছে আওয়ামী লীগ।

৩০ ডিসেম্বর আয়োজিত সেই নির্বাচনে মহাজোটের প্রধান শরিক দল আওয়ামী লীগ ২৬৬টি আসন পেয়ে বিজয়ী হয়েছে। নির্বাচনে মহাজোটের শরিক জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। তবে তারা বিরোধী দল হিসেবে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ছিল তাৎক্ষণিক বিজয় মিছিল না করার। বড় বিজয়ের উৎসবও বড় হবে, তাই মহাসমাবেশকেই বিজয় মিছিলে রূপ দেয়ার লক্ষ্য ছিল সারাদেশের নেতাকর্মীদের।

এইউএ/বিএ/এমএস/এসজি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।