‘নারীরা সংসদ-সংসার দুটোই সামাল দিতে পারে’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:১২ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য ফরম তুলছেন দলটির নারী নেত্রীরা। নির্বাচিত সংসদ সদস্যদের মতো তারাও জনগণের জন্য কাজ করতে চান। নারী নেত্রীরা বলছেন, তারা সংসদ-সংসার দুটোই সামাল দিতে পারবেন।

আজ মঙ্গলবার সকাল ১০টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনোনয়নপত্র ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা দক্ষিণ মহিলা আওয়ামী লীগের নেত্রী নার্গিস রহমানকে ফরম দেয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফরম বাবদ জনপ্রতি ৩০ হাজার টাকা করে নেয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সদস্য এস এম কামাল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

নারী আসনের জন্য ফরম কেনেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। এক প্রশ্নের জবাবে তিনি জাগো নিউজকে বলেন, ‘আমাদের দেশে পুরুষের পাশাপাশি এখন নারীরাও রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করছে। নারীরা ঘর-সংসার, ছেলে-মেয়ে সবাইকে সামাল দিয়ে, সবার ডিমান্ড ফিলআপ করে বিভিন্ন, মিটিং, মিছিল, সভা ও সমাবেশে অংশগ্রহণ করছে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে সংসদে জনগণের প্রত্যাশা পূরণে জরুরি ভূমিকা রাখতে পারর।’

nari-2

যুব মহিলা লীগের নেত্রী নাজমা আক্তর বলেন, ‘সংরক্ষিত আসনে কাজ করার সুযোগ কম থাকলেও নারীদের এগিয়ে নিতে এর মধ্যে দিয়েই কাজ করতে হবে। নারীরা সংসদ-সংসার দুটোই সামাল দিতে পারে।’

তিনি বলেন, রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে পুরুষরা যেমন রাজপথে সাহসী ভূমিকা রাখতে পারে তেমনি নারীরাও পারে। স্বৈরাচার সরকারের পতন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নারীরা সাহসী ভূমিকা পালন করেছে। বাংলাদেশের ৩৫০ আসনের সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। ৩০০ আসনে সরাসরি ভোট হলেও সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পেতে পারে।

নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এ নির্বাচনের ভোটের জন্য একটি দিন রাখা হলেও ফল জানা যায় তার আগেই। ৫০টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে দল ও জোটগতভাবে সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয়া হবে বলে প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার দিনই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।

এফএইচএস/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।