জাপার প্রেসিডিয়ামের সদস্য হলেন ফখর-উজ-জামান
বিগত দিনে দলীয় কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস.এম ফখর-উজ-জামানকে জাপা কেন্দ্রীয় প্রেসিডিয়ামের সদস্য নিয়োগ করা হয়েছে। ৯ জানুয়ারী পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এই পদোন্নতি পত্রে স্বাক্ষর করেছেন।
পার্টির গঠনতন্ত্রেও ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত ইতোমধ্যেই কার্যকর হয়েছে।
জাপা চেয়ারম্যান চিঠিতে ফখর-উজ-জামান জাহাঙ্গীরকে জানান, ‘যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক জানানো যাচ্ছে যে, আপনাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নিয়োগ করা হয়েছে। আপনার এই নিয়োগ ২০১৯ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।’
চিঠিতে এরশাদ আরো বলেন, দলের গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।
এদিকে রংপুর জেলা জাপার দফতর সম্পাদক খোরশেদ আলম জানান, মিঠাপুকুর জাপার আহ্বায়ক ও জেলার সাধারণ সম্পাদক এস.এম ফখর উজ-জামান জাহাঙ্গীরকে প্রেসিডিয়াম সদস্য মনোনীত করায় পার্টির চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর জাপার সভাপতি।
এ ছাড়া ও প্রেসিডিয়াম সদস্য, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মহানগরের সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাকসহ মহানগর ও জেলার নেতারা অভিনন্দন জানান।
এমইউএইচ/এমআরএম/আরআইপি