খালেদার মামলা বিষয়ে বিএনপির বৈঠক
বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মামলা বিষয়ে দলের নেতারা বৈঠক করেছেন। মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সোয়া ৭টায় বৈঠক চলে রাত সোয়া ৮টা পর্যন্ত বৈঠক চলে।
বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জাগো নিউজকে বলেন, ‘আগামী পরশু দিন ম্যাডামের (খালেদা জিয়া) মামলার শুনানি। ওই বিষয় নিয়ে আমাদের বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, লে. জে. (অব.) মাহাবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহামুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট এজে মোহাম্মাদ আলী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল প্রমুখ।
কেএইচ/জেএইচ/এমএস