বৈঠকে ঐক্যফ্রন্ট নেতারা
বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা। মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় রাজধানীর বেইলি রোডে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় এ বৈঠক শুরু হয়।
জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা জাহাঙ্গীর আলম মিন্টু জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
বৈঠকের বিষয়ে জোটের এক নেতা জানিয়েছেন, একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের বিজয়ী সদস্যদের শপথ পাঠ ও নির্বাচন পরবর্তী আন্দোলনের কর্মসূচি নির্ধারণে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জোটের ঐক্য যাতে বজায় থাকে সে বিষয়ে আলোচনা হবে। এছাড়াও ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার বিষয়টিও প্রাধান্য পাবে বৈঠকে।
বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন নেতারা।
বৈঠকে অন্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঐক্য প্রক্রিয়ার সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার উপস্থিত রয়েছেন।
কেএইচ/এনডিএস/পিআর