নাশকতার দুই মামলায় রিজভীর জামিন


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২৩ আগস্ট ২০১৫

নাশকতার অভিযোগে দায়ের করা দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন। রোবাবার হাইকোর্টের বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল হাই।

এ দুটি মামলায় জামিন পাওয়ায় নাশতকতার মোট ১৯ মামলার সবকটিতে হাইকোর্ট থেকে জামিন পেলেন রিজভী আহমদ। কিন্তু এর মধ্যে ২টি মামলায় আপিল বিভাগে হাইকোর্টের জামিনাদেশ স্থগিত থাকায় এখনি মুক্তি পাচ্ছেন না রিজভী।

এর আগে ১৯ আগস্ট চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তির নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। রিজভী বর্তমানে কাশিমপুর কারাগার পার্ট-২ কারাবন্দী রয়েছেন। চলতি বছরের ৩০ জানুয়ারি রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে আটক করা হয়।

এফএইচ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।