প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ২৩ আগস্ট ২০১৫

দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে (১ সেপ্টেম্বর) নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি। রোববার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মুখাপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান।

এর আগে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতকর্মীদের উপস্থিতিতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় প্রতিষ্ঠাবাষির্কী কর্মসূচি চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন ড. আসাদুজ্জামান রিপন।

রিপন বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর ভোর ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এসময় ওলামা দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

পরবর্তীতে বিকেল ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া জাতীয় নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তব্য রাখবেন।

রিপন জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি করার চিন্তা করছেন তারা। আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতি পেলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপিতে যাদের অবদান, ত্যাগ ছিল তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি দোয়া মাহফিলের কর্মসূচি থাকবে।

সেই সঙ্গে সারাদেশের অঙ্গ সংগঠনগুলো বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠান পালন করবে বলেও জানান তিনি।

এদিকে ৩ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করবে বিএনপি। ঐ দিন বিকেল ৩টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের নেতারা বক্তব্য রাখবেন।

এছাড়া ১১ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে ১২ সেপ্টেম্বর রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা করবে বিএনপি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, যুব বিয়ষক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

এমএম/এসএইসসি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।