পাপিয়ার মুক্তির দাবিতে তার সন্তানদের সংবাদ সম্মেলন


প্রকাশিত: ০৬:২৩ এএম, ২৩ আগস্ট ২০১৫

বিএনপির সাবেক মহিলা সাংসদ এ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার সন্তানেরা। রোববার বেলা ১১টা ১৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তারা।

এসময় তার ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া সন্তান রুবাইয়াৎ ইবনে হারুন (রাফি) বলেন, পবিত্র রমজান মাসে আমাদের মা এ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াকে জামিন মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়। আমাদের মার সাথে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার সৌভাগ্য আমদের হয়নি। মায়ের আদর এবং সান্নিধ্য থেকে বঞ্চিত হয়ে আমরা মানসিক ও শারীরিকভাবে ভীষন অসুস্থ হয়ে পড়ায় স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে। নিয়মিত ক্লাশ ও পড়ালেখা করতে না পারায় সাময়িক পরীক্ষাগুলোতে ভাল রেজাল্ট করতে পারছি না।

এ লেভেলে পড়ুয়া সন্তান নিশাত সাদিয়া রশিদ সূচনা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের মা রাজনীতি করেন। রাজনীতি করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। তাহলে কোন অপরাধে আমাদের মাকে সর্বোচ্চ অাদালত থেকে জামিন দেয়ার পরও বন্দি করে রাখা হয়েছে-দেশবাসীর কাছে এটা আমাদের প্রশ্ন। আন্তর্জাতিক শিশু অধিকার সনদে স্বাক্ষর করার পরও সনদে উল্লেখিত সেই শিশু অধিকার থেকে সরকার আমাদের বঞ্চিত করেছেন।

পাপিয়ার ও লেভেল পড়ুয়া আরেক সন্তান রিফাত রাইদা রশিদ অনন্যা বলেন, আমরা অবিলম্বে আমাদের মায়ের মুক্তি চাই। আমরা স্বাভাবিক জীবনের গ্যারান্টি চাই। সুস্থ ভাবে বেঁচে থাকতে চাই। আমরা আমাদের মায়ের মুক্তির বিষয়টি সরকারের মানবিক দৃষ্টিকোন থেকে বিবেচনা করার জন্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগের দেয়া জামিনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জোর দাবি জানাচ্ছি।

এমএম/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।