আবাহনীর বিপক্ষে শেখ জামালের জয়
লিগে নিজেদের শেষ ম্যাচে আবাহনীকে ২-১ গোলে হারিয়ে প্রথম লেগে হারের প্রতিশোধ নিলো আসরের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর এই হারের ফলে লিগে তৃতীয় হওয়ার যে সুযোগ ছিল আকাশী-নীল জার্সিধারীদের সামনে সেই সুযোগ হাতছাড়া হল।
প্রথম লেগে হারের প্রতিশোধ নিতে মাঠে নামা শেখ জামাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে আক্রমণ পাল্টা আক্রমেণে খেলা চললেও প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।
ম্যাচের ৬৫ মিনিটে আবাহনীর নাসিরুল ইসলাম প্রথম গোলের দেখা পান। তাকে গোলে সহায়তা করেন শাহেদুল আলম। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা। ৬৯ মিনিটে ডার্লিংটনের গোলে ম্যাচে সমতায় ফেরে শেখ জামাল।
এরপর ওয়াহেদ লাল কার্ড দেখার কারণে আবাহনী দশজনের দলে পরিণত হলে সুযোগ বুঝে আক্রমণের ধার বাড়ায় শেখ জামাল। সে যাত্রায় ৮৯ মিনিটে ল্যান্ডিং দারবোয়ি গোল করে শেখ জামালের জয় নিশ্চিত করেন (২-১)। আর ম্যাচের ইনজুরি টাইমে (৯০+২) অখেলোয়াড় সুলভ আচরণের কারণে মামুন মিয়াকে লাল কার্ড দেখান রেফারি।
এমআর/এমএস