বিদেশি পর্যবেক্ষক আইওয়াশ : ফখরুল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকের বিষয়টি আইওয়াস বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৩১ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যটক আসার বিষয়টি আওয়ামী লীগের আইওয়াস। ভারতের যে কয়জন এসেছে তারা পর্যবেক্ষক হিসেবে নয় সরকারের পরিকল্পনার অংশ হিসেবে এসেছে।
অনেকের প্রশ্ন থাকতে পারে সরকারের এতো অত্যাচার, নির্যাতনের পরেও আমরা নির্বাচনে গেলাম কেন? আমরা গণতন্ত্রে বিশ্বাসী, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, আমরা সরকার পরিবর্তনে বিশ্বাসী তাই নির্বাচনে গেছি।
এর আগে দুই ঘণ্টা বৈঠক করে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা।
মিজা ফখরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী।
কেএইচ/এএইচ/জেআইএম