নির্বাচন কমিশন প্রতারক, বিচার হবে : মাহবুব উদ্দিন খোকন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮
ফাইল ছবি

নির্বাচন কমিশনকে (ইসি) প্রতারক দাবি করে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেছেন, এই নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছে। নির্বাচনের নামে ভোটার এবং জাতির সঙ্গে প্রতারণা করেছে। সংবিধান লঙ্ঘনের দায়ে এক সময় এ কমিশনের বিচার হবে। সংবিধান লঙ্ঘনের জন্য আমি নির্বাচন কমিশনের বিচার দাবি করছি। জাতির সঙ্গে প্রতারণার জন্য এ নির্বাচনে নির্বাচন কমিশন, সরকার, আদালত এক হয়ে গেছে।

সোমবার (৩১ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে নিজের নির্বাচনী এলাকার অভিযোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

খোকন বলেন, ‘এক মাস দেখেছি আওয়ামী লীগের লোকেরা তাণ্ডব করেছে। অস্ত্র প্রদর্শন করেছে । অস্ত্র উদ্ধারের জন্য নির্বাচন কমিশনে কয়েক বার অবেদন দিয়েছি। কোনো পদক্ষেপ নেয়নি ইসি। কোনো ভূমিকা পালন করেনি। এমনকি নির্বাচনের আগে ডিসি ফোনই ধরেনি। সাধারণ ভোটাররা কেন্দ্রে আসতে পারিনি। সিল মারার খবর জানিয়েছি টেলিফোন করেছি। সকালে ১০০টি ভোট কেন্দ্রের কোথাও এজেন্টদের ডুকতে দেয়নি। কোথাও ঢুকতে দিয়ে পরে আবার বের করে দিয়েছে। আমার নির্বাচনী এজেন্ট গুরুতর আহত।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নোয়াখালী-১ সহ সারাদেশে সরকারের সঙ্গে আতাত করে নির্বাচন করেছে। দেশে মুরগি চুরি করলে বিচার হয়। তাদেরও বিচার হয়।’

তিনি বলেন, ‘গড়ে সারাদেশে বিরোধী দলকে ভোট দিয়েছে ১৫ হাজার। ২০-২৫টি এলাকায় একটু বেশি ভোট পড়েছে।’

এইচএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।