হাসপাতালে বিএনপি নেতা রিজভী


প্রকাশিত: ০৭:০০ পিএম, ২২ আগস্ট ২০১৫

চিকিৎসার জন্য কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে। শনিবার তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়।

কারা সূত্রে জানা জায়, রিজভীকে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে বিকেল ৩টার দিকে সেখান থেকে হাসপাতালের প্রিজন সেলে নেয়া হয়।

জানা গেছে, রিজভীর খাদ্যনালী সংক্রান্ত সমস্যা ভুগছেন। তিনি মাঝে মধ্যেই বমি করছিলেন।

কারাগারের এক চিকিৎসক জানান, ১৯৮৪ সালে রিজভী একবার গুলিবিদ্ধ হলে তার সার্জারি করা হয়। এরপর থেকে তার ক্ষুদ্রান্ত্রের এক জায়গা সংকুচিত (ইনটেস্টিনাল অবস্ট্রাকশন) হয়।

এর ফলে মাঝে মাঝেই তার ব্যাথা ও বমি হচ্ছিল। এছাড়া তার পা ভাঙা, উচ্চ রক্তচাপ ও হৃদযন্ত্রের সমস্যা রয়েছে বলেও জানান তিনি।

এমএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।