নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : রাঙ্গা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫০ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘শান্তিপূর্ণ ভোট হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। দেশের মানুষ স্বতস্ফূর্তভাবে এ নির্বাচনে অংশ নিয়েছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।’

রোববার রাতে নির্বাচনের বেসরকারি ফলাফল শেষে দলীয় মন্তব্য জানতে চাইলে এ সব কথা বলেন তিনি।

রাঙ্গা বলেন, ‘নির্বাচনে হারজিত থাকে। এবারের নির্বাচনে যারা জয়ী হয়েছে সব বিভেদ ভুলে তাদের অভিনন্দন জানায়। দেশকে এগিয়ে নেয়ার কাজে তাদের সহায়তা করার জন্য আমি জাতীয় পার্টির পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাই।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ বিজয়ের পথে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সকাল ৮টায় শুরু হয়ে এ ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে ফলাফল ঘোষণা।

এমইউএইচ/এনডিএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।