বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়তে হবে


প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২২ আগস্ট ২০১৫

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ছাত্রলীগের নেতাকর্মীদের শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় কাজ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল মিলনাতয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হল শাখা ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

দীপু মনি বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে ঘাতকবাহিনী নির্মমভাবে হত্যা করে সমগ্র বাঙালি জাতিকে শোকাহত করেছে। নতুন প্রজম্মকে এ শোক শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় কাজ করতে হবে।

তিনি বলেন, উন্নয়নশীল দেশের তালিকা পেরিয়ে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ বিভিন্ন দিকে এগিয়ে যাচ্ছে।

দেশের উন্নতির এ ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে ধরে রাখার জন্য নতুন প্রজম্মকে আহ্বান জানান দীপু মনি।  

হল শাখা ছাত্রলীগের সভাপতি এম. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার শহীদুল্লাহ মিরাজের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আইনুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সাবেক সভাপতি বাহাদুর বেপারী, ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহরিয়া আজম মুন্না, হেদায়েতুল্লাহ সরকার, ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।

এমএইচ/একে/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।