নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে : ইসলামী ঐক্যজোট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮

নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ষড়যন্ত্র মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে হারানোর। কিন্তু সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (আইডিএ) চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।

তিনি বলেন, এক-এগারোর কুশিলবদের নতুন ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে জোটের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ কথা বলেন তিনি।

সভায় জোটের কো-চেয়ারম্যান এম এ আউয়াল এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে যে উন্নয়নের অভিযাত্রা শুরু হয়েছে, একাদশ নির্বাচনেও তা অব্যাহত রাখতে হবে। দেশকে জঙ্গি, মৌলবাদ ও মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে পরাজিত করে নির্বাচনে বিজয়ী হতে হবে। না হলে আবার একাত্তরের প্রেতাত্মারা দেশ দখল করবে।

তিনি বলেন, মদীনা সনদের ভিত্তিতে মহান ইসলামের অসাম্প্রদায়িক চেতনায় দেশ গঠনে উন্নয়ন, গণতন্ত্র অব্যাহত রাখতে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (আইডিএ) সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে এম এ আউয়াল বলেন, সবাইকে প্রস্তুতি নিতে হবে। সতর্ক থাকতে হবে।

মিছবাহুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জোটের মহাসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম, নাজমুল হক, গোলাম মোস্তফা, খাজা মুহিব্বুল্লাহ শান্তিপুরী, মুফতি মেহেদি হাসান বুলবুল প্রমুখ।

এইউএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।