জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিতে প্রয়োজন সরকারের সদিচ্ছা


প্রকাশিত: ১১:২৪ এএম, ২২ আগস্ট ২০১৫

তথ্য অধিকার আইন জনগণের আইন। এই আইনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের সুফল সম্পর্কে জনগণকে জানাতে হবে। এক্ষেত্রে সরকারের সদিচ্ছা খুবই জরুরি।

শনিবার যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নে শহীদ মসিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশে প্রথম তথ্য অধিকার ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

নাগরিকের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এমআরডিআই ও জাগ্রত নাগরিক কমিটি (জানাক) যৌথভাবে এই ক্যাম্পের আয়োজন করেছে। সিংহঝুলী ইউনিয়নের ৩০ জন সুবিধাবঞ্চিত নারী-পুরুষ এই ক্যাম্পে অংশ নিয়েছে।

যশোরের জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশন বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশন বাংলাদেশের তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক বলেন, তথ্য অধিকার আইন একমাত্র আইন যা জনগণ কর্তৃপক্ষের উপর প্রয়োগ করতে পারে। অন্য সকল আইন প্রণীত হয়েছে জনগণের উপর প্রয়োগ করার জন্য। তথ্য অধিকার আইন প্রয়োগের মাধ্যমে জনগণ ক্ষমতায়িত হয়, রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হয়।

এমআরডিআই আয়োজিত এই তথ্য অধিকার ক্যাম্পের মাধ্যমে মানুষের জানার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একটি নতুন অধ্যায় সূচিত হলো।  

তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার বলেন, তথ্য অধিকার আইনের সফল বাস্তবায়ন ও এর সুফল প্রাপ্তি নির্ভর করে জনগণ তথ্য অধিকার আইন ব্যবহার করছেন কিনা তার উপর। জনগণ এই আইন ও এর সুফল সম্পর্কে সচেতন হলে এটি বেশি বেশি ব্যবহার করবেন। এমআরডিআইয়ের এই আয়োজন জনগণকে সচেতন করার জন্য একটি কার্যকর পন্থা হতে পারে। জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে এটি একটি অন্যতম উদ্যোগ হয়ে থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলাম বলেন, ‘তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকার সচেষ্ট। আমরা আইন বাস্তবায়নে নানা পদক্ষেপ গ্রহণ করছি। কিন্তু এই আইনের কার্যকর বাস্তবায়ন নির্ভর করছে আপনাদের উপর। আপনারা তথ্য জানতে চাইলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হবে’।

এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, সুবিধাবঞ্চিত মানুষের তথ্য জানার অধিকারকে গতিশীল করতে এই তথ্য অধিকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই আয়োজন অংশগ্রহণকারীদের পাশাপাশি অন্যদেরকেও তথ্য অধিকার আইন ব্যবহারে উৎসাহিত করবে। এই আইনের ব্যবহার অবাধ তথ্য প্রবাহের সংস্কৃতি প্রতিষ্ঠিত করার মাধ্যমে সেবা গ্রহীতা ও সেবা প্রদানকারীর মধ্যকার সম্পর্ককে আরো সুদৃঢ় করবে।

তিনি আরো বলেন, তথ্য মানুষের জীবনে কি পরিবর্তন আনতে পারে এই ক্যাম্পের মাধ্যমে অংশগ্রহণকারীদের তা শেখানো হবে পাশাপাশি তারা তথ্য চেয়ে আবেদনের সক্ষমতা অর্জন করবেন।

এমআরডিআইয়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর বলেন, এই ধরণের উদ্যোগ জেলা প্রশাসন, উপজেলা ও ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরো স্বচ্ছ এবং সেবামুখী করবে।

প্রশাসনের উচ্চপর্যায়ের উপস্থিতি সরকারি কর্মকর্তাদের জনগণের তথ্য জানার অধিকারের প্রতি ইতিবাচক করে তুলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদ আবু সরোয়ার, চৌগাছা উপজেলার উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা ও সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউর রহমান রেন্দু।

অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের পাশাপাশি জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজ, শিক্ষক, ছাত্র, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একে/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।