ড. কামালকে ধানের শীষ দিলেন ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের হাতে ধানের শীষ তুলে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন চলাকালে তিনি ড. কামাল হোসেনের হাতে ধানের শীষ তুলে দেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের নৈতিক পরাজয়ের কারণেই তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে।

এ সময় মির্জা ফখরুল ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট চেয়ে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্পধারার নেতা নুরুল আমিন বেপারী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।