ঢাকায় হচ্ছে না ঐক্যফ্রন্টের জনসভা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮

জাতীয় ঐকফ্রন্টের পূর্বঘোষিত আগামীকালের (বৃহস্পতিবার) ঢাকার জনসভা হচ্ছে না। পুলিশের অনুমতি না পাওয়ায় এ কর্মসূচি বাতিল করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বুধবার রাতে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আইন অনুযায়ী ২৮ ডিসেম্বর পর্যন্ত জনসভা করার বিধান থাকলেও পুলিশ অনুমতি দেয়নি। তাই দায়িত্বশীল গণতান্ত্রিক দল হিসেবে আমাদের জনসভা হচ্ছে না।’

এর আগে গত সোমবার আতাউর রহমান ঢালীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে জনসভার অনুমতির বিষয়ে দেখা করেন। এ প্রতিনিধি দলের অপর দুই সদস্য ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

ওবায়দুল ইসলামও জানান, পুলিশের অনুমতি না পাওয়ায় জাতীয় ঐক্যফ্রন্টের পূর্বঘোষিত আগামীকালকের ঢাকায় জনসভা হচ্ছে না।

কেএইচ/এনডিএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।