আপনাদের সন্তান হিসেবে পরিচিত হতে চাই : নওফেল
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘আমি আপনাদের সন্তান হিসেবে পরিচিত হতে চাই। আপনারা আমার পিতৃতুল্য। আমার প্রতি আপনাদের অধিকার চর্চা করুন। জাতীয় সংসদে গিয়ে আমি আপনাদের দাবি-দাওয়া জাতীয়ভাবে জানাতে চাই।’
বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকায় মতবিনিময় সভায় ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
নওফেল বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, দেশে স্থিতিশীল ও নিরাপদ পরিস্থিতির কারণে সবাই ভালো আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসব সম্ভব হয়েছে। তিনি (শেখ হাসিনা) দলীয় নেতার ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষের নেতায় পরিণত হয়েছেন। শেখ হাসিনা সব শ্রেণির মানুষের কথা ভাবেন, সবার কথা শোনেন।’
সভায় অংশ নিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে। ৩০ ডিসেম্বর দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন। ওইদিন আপনার মূল্যবান ভোট নৌকা প্রতীকে দেবেন। আপনারা ব্যবসায়ী। আপনাদের ভিন্ন মতাদর্শ, মতপার্থক্য থাকতে পারে। আপনাদের যদি সাদাকে সাদা ও কালোকে কালো বলার দৃষ্টিভঙ্গি থাকে তবে অবশ্যই নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দেবেন।’
চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহমদ, মেট্রোপলিটন চেম্বার পরিচালক মীর আবদুস সালাম, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি সালামত উল্লাহ প্রমুখ।
এনডিএস/পিআর