অফিসিয়াল ফেসবুক পেজ খুলেছে ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮

রাজনৈতিক ও নির্বাচনী প্রচারণার জন্য একটি অফিসিয়াল ফেসবুক পেজ ও একটি ওয়েবসাইট খুলেছে জাতীয় ঐক্যফ্রন্ট। অন্য কোন ফেসবুক পেজ বা সাইট থেকে ঐক্যফ্রন্টের নামে কিছু ছড়ানো হলে সেই দায়িত্ব তাদের নয় বলে দাবি করেছে তারা।

ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর ড. মেহেদী মাসুদ জাগো নিউজকে বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নামে আরও অনেক ফেসবুক পেজ থাকলেও সেগুলো তাদের সঙ্গে যুক্ত নয়। জাতীয় ঐক্যফ্রন্টের সব নেতা, কর্মী ও সমর্থকদের ফেসবুক পেইজে সংযুক্ত হওয়ার অনুরোধ করা যাচ্ছে। জাতীয় ঐক্যফ্রন্টের সামগ্রিক অনলাইন নির্বাচনী প্রচারণা এই পেজ এবং ওয়েবসাইট দিয়েই চলবে।

ফেসবুক পেজ হচ্ছে- www.facebook.com/jatiyaoikya এবং ওয়েবসাইট- jatiyaoikyafront.org

এআর/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।