মেননের পক্ষে গণসংযোগে স্ত্রী বিউটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮

রাশেদ খান মেননের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে রাজধানীতে গণসংযোগ চালিয়েছেন স্ত্রী লুৎফুন নেসা খান বিউটি। বিভিন্ন নারী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) এ গণসংযোগ চালান ঢাকা-৮ আসনের মহাজোট মনোনীত প্রার্থীর স্ত্রী।

পরে রমনা থানার সামনে থেকে শুরু হওয়া নারীদের একটি গণমিছিলে অংশ নেন লুৎফুন নেসা খান বিউটি। মিছিলটি রমনা থানার রোড, বেইলি রোড, সিদ্ধেশ্বরী রোড, খন্দকার গলি রোড, ডাক্তার গলি, মগবাজার মোড়, ইস্কাটন রোড, হলি ফ্যমেলির সামনের রোড ঘুরে মিন্টু রোডে গিয়ে শেষ হয়।

এ সময় বিউটি বলেন, স্বাধীনতা যুদ্ধে নারীরা যেভাবে ভূমিকা রেখেছিল, ৩০ ডিসেম্বর নির্বাচনেও একইভাবে ভূমিকা রাখতে হবে। বিএনপি-জামায়াত জোট দেশকে সাম্প্রদায়িক মৌলবাদী চেতনায় পেছনে নিয়ে যেতে চায়। দেশের নারী সমাজ তা কখনোই হতে দেবে না।

মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে নারী সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নারী সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে এবং নৌকা মার্কাকে বিজয়ী করে ঘরে ফিরবে।

এ সময় উপস্থিত ছিলেন নারী নেত্রী শিমু, তন্ময়, নাসিমা হক রুবি, মুর্শিদা আখতার নাহার, শাহানা ফেরদৌসী লাকী, তাছলিমা খাতুন প্রমুখ।

এমএএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।