শাহ মোয়াজ্জেমকে মিথ্যাচার বন্ধের আহ্বান মাহীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১১ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮

মুন্সীগঞ্জ-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনকে মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন একই আসনে মহাজোটের প্রার্থী মাহী বি. চৌধুরী।

সোমবার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে বিকল্পধারা ও যুক্তফ্রন্টের ইশতেহার প্রকাশ অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

মাহী বলেন, ‘মুন্সীগঞ্জ-১ আসনে নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণ পরিবেশে চলছে। কোনো প্রার্থী বা তার লোকজনের বিরুদ্বে গায়েবী মামলা দেয়া বা কাউকে রিমান্ডে নেয়ার কোনো ঘটনা ঘটেনি। এমন কী আমার গ্রামের বাড়িতে কয়েকদিন আগে ৪-৫ রাউন্ড গুলি বর্ষণের ঘটনা এবং আটপাড়া ও ভাগ্যকূলে দু’টি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয়া হলেও বিএনপির কারো নামে মামলা দেইনি। বরং অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে মামলা করেছি।’

বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী আরও বলেন, মুন্সীগঞ্জ-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন ঢাকায় এসে আমার বিরুদ্ধে একের পর এক কাল্পনিক অভিযোগ এনে মিথ্যাচার করে চলেছেন। শাহ মোয়াজ্জেম অশ্লীল ভাষায় আমাদের গালিগালাজ করছেন, কিন্তু আমার বিরুদ্ধে বা মহাজোটের কোনো সমর্থকের বিরুদ্ধে তিনি সুনিদিষ্ট অভিযোগ আনতে পারবেন না।’

মাহী বলেন, ‘শাহ মোয়াজ্জেম একজন বর্ষীয়ান রাজনীতিবিদ হয়েও শিষ্টাচার বহির্ভূত আচরণ করছেন। যা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার উস্কানি ছাড়া আর কিছু নয়।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের অর্থ সম্পাদক মশিউর রহমান মামুন ও বিকল্পধারার ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান ঝান্টু প্রমুখ।

এএস/এনডিএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।