লেভেল প্লেয়িং ফিল্ড চায় আওয়ামী লীগও

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:০১ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ঐক্যফ্রন্টের মত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে আওয়ামী লীগও। দলটি জানায়, এ পর্যন্ত বিএনপি জামায়াত তাদের পাঁচজন নেতাকর্মীকে হত্যা করেছে বলেও দাবি করে।

রোববার রাত ৮টায় নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে অভিযোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

তারা বলেন, দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের ওপর নির্যাতন চলছে। এ সব নির্যাতনে এ পর্যন্ত পাঁচজন নিহত, ২৫০ জন আহত হন। এছাড়া বসতবাড়ি দোকানপাটসহ ১১টি গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।

আওয়ামী লীগ নেতারা বলেন, তফসিল ঘোষণার পর থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সারাদেশে দলীয় নেতাকর্মীদের ওপর আক্রমণ ও হামলা চালিয়ে যাচ্ছে। তারা ২০১৩ সালের মতো সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চলেছে। যা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত বাধাগ্রস্ত করছে। এ অবস্থা চলতে থাকলে আমাদের জন্য নির্বাচন করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। তাই প্রধান নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে লেভেল প্লেযিং ফিল্ড নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আখতারুজ্জামান, রিয়াজুল কবির কাওসার প্রমুখ।

এইচএস/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।