গাড়িবহরে হামলা, মাথা ফাটল বিএনপি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি প্রার্থী কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের গাড়িবহরে সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় প্রার্থী আজিম উল্লাহ বাহার ও সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজিসহ অন্তত ১৬ নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ ফটিকছড়ির মোহাম্মদ তকিরহাটে এ হামলা চালানো হয়।

হামলায় আহত অন্যরা হলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান আজম খান, ছাত্রদল সভাপতি টিপু, ছাত্রদল কর্মী আহমেদ রশীদ তালুকদার, আমিন তালুকদার, মোরশেদ হাজারী, ইঞ্জিনিয়ার মুন্না, ওমর ফারুক, সায়েদুল আনোয়ার মাসুদ, সাকিব নুরুল ইসলাম রিপন, মামুন, সাইমন, হাসান মাহমুদ হামিম, সাইফুল ইসলাম টিটু, সায়ফুল হায়দার রাসেল।

fatickchari-under

এর মধ্যে বিএনপি প্রার্থী কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারে মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজির হাত ভেঙে গেছে। আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা টিপুর অবস্থা কিছুটা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার জাগো নিউজকে বলেন, ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী আজিম উল্লাহ বাহারের গণসংযোগে মোহাম্মদ তকিরহাট এলাকায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন। তারা ফটিকছড়ি স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি দাবি করেন, ঘটনার সময় সেখানে পুলিশ ছিল না। পরে পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

fatickchari-under

এদিকে বিএনপির পক্ষ থেকে এ হামলার জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করা হয়েছে।

আজিম উল্লাহ বাহারের ব্যক্তিগত সহকারী মো. ইব্রাহিম জানান, দুপুর একটার দিকে ফটিকছড়ি মুহাম্মদ তকিরহাট বাজারে ধানের শীষ প্রতীকের প্রার্থীর মিছিল চলাকালে আওয়ামী লীগ নেতা তৈয়বের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি জাগো নিউজকে বলেন, ‘আমরা প্রার্থীসহ গণসংযোগে গেলে সন্ত্রাসী তৈয়ব তার বাহিনী নিয়ে প্রথমে দুই রাউন্ড ফাঁকা গুলি করে। এ সময় আমাদের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । সন্ত্রাসীরা এসে বলে, এখানে ধানের শীষের কোনো প্রচারণা চালানো যাবে না। গালিগালাজ করতে করতে তারা আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমাদের প্রার্থীর মাথা ফেটে যায়। আমার হাত ভেঙে দেয় তারা। এ ছাড়া ছাত্রদল নেতা টিপুকে ছুরিকাঘাত করে। অন্যান্যদেরও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে।’

এনডিএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।