রাস্তার ওপরেই আসলামের নির্বাচনী ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২১ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮

ঢাকা-১৪ আসনের নৌকা প্রার্থী আসলামুল হক আসলামের পক্ষে ভোট চাইতে রাস্তার মোড়ে মোড়ে অবৈধ নির্বাচনী ক্যাম্প বসানো হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সেসব ক্যাস্পে মাইক লাগিয়ে নৌকায় ভোট চাওয়া হচ্ছে। ঢাকা-১৪ আসনের বিভিন্ন এলাকা ঘুরে এমনচিত্র দেখা গেছে। তবে রাস্তার ওপর ক্যাম্প স্থাপনের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন নৌকা মনোনীত প্রার্থী।

রাজধানী ঢাকা-১৪ আসনের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, এ আসনের অলিগলিতে নৌকা মার্কার প্রার্থী আসলামুল হক আসলামের পোস্টার আর ব্যানারে সয়লাব হয়ে গেছে। তার ওপরে পড়া-মহল্লায় স্থাপন করা হয়েছে নির্বাচনী ক্যাম্প। এলাকাজুড়ে প্রধান রাস্তার ওপর শতাধিক ক্যাম্প বসানো হয়েছে। এসব ক্যাম্পগুলোতে মাইক লাগিয়ে নৌকা মার্কা প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। কেউ কেউ আবার ভোটারদের বিভিন্ন তথ্য দিয়েও সহায়তা করার চেষ্টা করে যাচ্ছেন।

কল্যাণপুর নতুনবাজারের ১১ নম্বর রোডের ওপর আওয়ামী লীগ প্রার্থীর ক্যাম্প বসানো হয়েছে। মিরপুর থানার মটরশ্রমিক লীগের সভাপতি রিপন শেখ গত ২১ ডিসেম্বর ক্যাম্পটি বসিয়েছেন বলে জানান। তিনি বলেন, ‘মিরপুর থানা লীগের সভাপতি ও সেক্রেটারির নির্দেশে নৌকা প্রার্থী আসলামুল হক আসলাম ভাইয়ের পক্ষে রাস্তার ওপর নির্বাচনী ক্যাম্প বসানো হয়েছে। এখানে ভোটারদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ভোটারদের প্রয়োজনীয় তথ্য দিতে আসলাম ভাইয়ের পক্ষে শতাধিক ক্যাম্প বসানো হয়েছে। ওইসব ক্যাম্পে নৌকায় ভোট চাওয়ার পাশাপাশি ভোটারদের স্লিপসহ বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করা হচ্ছে।’

Aslam

রাস্তার ওপর নির্বাচনী ক্যাম্প বসানো নির্বাচনী আইনবিধির লঙ্ঘন, তারপরও এমন ক্যাম্প কেন বসানো হচ্ছে জানতে চাইলে রিপন শেখ বলেন, ‘এটি ওপরের নেতাদের সিদ্ধান্ত, আমাকে ক্যাম্প বসাতে বলা হয়েছে, আমি তা করেছি।’ এখানে তার সাত-আটজন কর্মী বসে কাজ করছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ঢাকা-১৪ আসনে নৌকা প্রার্থী আসলামুল হক আসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি জাগো নিউজকে বলেন, ‘রাস্তায় নির্বাচনী ক্যাম্প স্থাপনে আমার কোনো নির্দেশনা নেই। এর পক্ষে আমি না। ভোটাররা আমাকে চিনে। তারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়লাভ করবে।’

তিনি বলেন, ‘আমার নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নানাভাবে সহযোগিতা করছে, তাই ক্যাম্প বসানোর পক্ষে আমি নই।’ সকল অবৈধ ক্যাম্প উচ্ছেদে নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিকেলের মধ্যে সব কয়টি উচ্ছেদ করে দেয়া হবে।’

এমএইচএম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।