আরেকটি বিজয় অর্জন করতে হবে : মেনন
ঢাকা-৮ আসনের ভোটারদের উদ্দেশে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ খান মেনন বলেছেন, ‘আসুন বিজয়ের মাসে আরেকটি বিজয় অর্জন করি। সেই বিজয় হলো নৌকার বিজয়, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার বিজয়।’
রাজধানীর ফকিরাপুল টিঅ্যান্ডটি কলেজের সামনে থেকে শনিবার বিকেলে গণমিছিলে অংশ নেয়ার আগে এ কথা বলেন তিনি।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, ‘এ বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। আজকে যারা মুক্তিযুদ্ধের বিরোধীদের সঙ্গে নিয়ে নির্বাচন করছে তাদেরকে ভোটের মাধ্যমেই আরও একবার আত্মসমর্পণ করাতে হবে।’
সমৃদ্ধির পথে এগিয়ে যেতে ‘নৌকায় ভোট দিন’এ স্লোগানে অনুষ্ঠিত গণমিছিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
খোকন বলেন, ‘নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। স্বেচ্ছায় অংশগ্রহণকারী মানুষের এ মিছিল জনসমুদ্রে রূপ নিয়েছে। মানুষ উন্নয়নের পক্ষে দাঁড়িয়েছেন। আগামী ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে স্বাধীনতার পরাজিত শক্তিদের আরও একবার পরাজিত করতে হবে।’
এ সময় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদ শাহে আলম মুরাদ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হুসাইন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাসার, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ সিকেনদার আলী প্রমুখ।
বক্তব্য শেষে নৌকার সমর্থনে একটি গণমিছিল বের হয়। এ গণমিছিল ফকিরাপুল, দৈনিক বাংলা, নয়া পল্টন, কাকরাইল মোড় প্রদক্ষিণ করে শন্তিনগর গিয়ে শেষ হয়।
এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গণসংযোগ করেন রাশেদ খান মেনন।
এমএএস/এনডিএস/আরআইপি