প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ফখরুলের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনে ব্যালট পেপার ছাপানোর কথা বলছেন, সেটি তো আপনাদের কাজ। আপনাদের সেই ক্ষমতা আছে, আপনারাই সেটা করবেন। ব্যালট আপনারাই ছাপাবেন, আর সে কথা আগাম বলে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পেশাজীবীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।

গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও পিরোজপুরের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি টাকা ছড়িয়ে নির্বাচনের তিন-চারদিন আগে নাশকতা করবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও দুরভিসন্ধি আছে। ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে বিএনপি জোট।

এ বক্তব্যের প্রতিবাদে ফখরুল বৃহস্পতিবার বলেন, ‘নিজেরাই ভোট কারচুপি করতেই আগাম ব্যালট পেপার ছাপানোর কথা বলছেন। এটাই প্রধানমন্ত্রীর ভালো গুণ, তিনি যা করবেন, তা আগে বলে দেন।’

নির্বাচন এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এত হামলা-মামলার মাঝেও টিকে আছি আমরা, শুধু জনগণের সমর্থনের কারণে। নির্বাচন কমিশন তো ঠুঁটো জগন্নাথ। এ নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে- আমরা কি গণতন্ত্রে থাকবো, নাকি একনায়কতন্ত্রে যাব। মানুষের চোখের যে আকুতি দেখেছি, আমার বিশ্বাস- আমরা জয়ী হব।

কেএইচ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।