বাধা নয়, বিএনপিই পোস্টার লাগাচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় কাউকে বাধা দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকায় বুধবার ঢাকা-১২ আসনের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি অভিযোগ করে তাদের নির্বাচনী প্রচারণাসহ পোস্টার লাগাতে দেয়া হয় না। আসলে তারাই পোস্টার লাগায় না। যে কারণে তাদের পোস্টার কোথাও দেখি না।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নির্বাচনী প্রচারণায় কাউকে বাধা দেয়া হচ্ছে না। সবাই নিজেদের মতো প্রচারণা চালাচ্ছে। বিএনপির অভিযোগ সত্য নয়। তার প্রমাণ আমার এলাকায় রাস্তার যেদিকেই তাকাই কোদাল মার্কার পোস্টা দেখি, আমার পোস্টারই নাই।’

ঢাকা-১২ আসনে আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নেতাকর্মীকে গ্রেফতার করছে। এটাও ঠিক না। আমি স্পষ্টভাবে বলছি, তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে শুধু যাদের নামে ওয়ারেন্ট আছে। যারা ২০১৩-২০১৪ সালে মানুষ পুড়িয়ে মেরেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, শুধু তাদের ছাড়া আর কাউকে গ্রেফতার করা হচ্ছে না।’

এইউএ/এনডিএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।