গ্রেনেড হামলার সুষ্ঠু তদন্ত চায় বিএনপি


প্রকাশিত: ০৮:৪৯ এএম, ২১ আগস্ট ২০১৫

একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তদন্ত চান তিনি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর সদ্য কারামুক্তি উপলক্ষে এ পুষ্পস্তবক অর্পনের আয়োজন করা হয়।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ভয়ঙ্কর গ্রেনেড হামলার ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেন নজরুল ইসলাম খান।  

তিনি বলেন, ওই ঘটনার জন্য আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিএনপিকে দায়ী করে। কিন্তু এটি কোনো রাজনৈতিক নয়, সন্ত্রাসী হামলা। গ্রেনেড হামলার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। সেজন্য বিএনপিই এর বিচারকাজ শুরু করেছিলো।

২১ আগস্টের ঘটনায় কাউকে রাজনৈতিকভাবে বিপদাপন্ন না করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন বিএনপির এই নেতা।

বিএনপির একজন নেতাসহ সুপ্রীম কোর্টের তিন আইনজীবীকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, সরকার নানাভাবে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত করার চেষ্টা চালাচ্ছে। সেজন্য ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে। এগুলো মানুষ বিশ্বাস করে না।

জামিন বাতিল করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে কারাগারে প্রেরণ এবং চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে গ্রেফতারের পর রিমান্ড দেওয়ার নিন্দাও জানান তিনি। একই সঙ্গে তাদের অবিলম্বে মুক্তি দাবি করে দেশে রাজনৈতিক ধারা পরিবর্তন করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

নজরুল ইসলাম বলেন, ক্ষমতাসীনরা আদালত অবমাননাকর কথাবার্তা বললেও তাদের গ্রেফতার করা হয় না। অথচ ঠুনকো অপরাধে বিএনপির লোকজনকে গ্রেফতার করা হয়।

এমএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।