আমানের ছেলের ওপর হামলার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির ওপর হামলার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে লিখিত এ অভিযোগ করেন তিনি। হামলায় আহত ব্যক্তিদের নিয়ে ইসিতে হাজির হন তিনি।

অভিযোগ উল্লেখ করা হয়েছে, ঢাকা-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী তিনি। সোমবার সাভার উপজেলার আমিনবাজারে গণসংযোগ চালাতে গেলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করে তারা। এছাড়া গাড়ি ভাঙচুর করা হয়। এতে তার অনেক নেতাকর্মী আহত হন। এমনকি পুলিশ অনেক নেতাকর্মীকে গ্রেফতার করে। চিঠিতে তিনি গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। আহত কর্মীদের সুচিকিৎসা ও ভাঙচুরকৃত গাড়ির ক্ষতিপূরণও চান।

তিনি আরও উল্লেখ করেন, এর আগেও আমি এই ধরনের অভিযোগ করেছিলাম। কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের কাছে কোনো প্রতিকার পাইনি।

এইচএস/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।