নির্বাচন কমিশনের অভিমুখে আমানপুত্র

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮

সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমানের পুত্র ও ঢাকা-২ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমানের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে অভিযোগ জানাতে তিনি নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে রওনা দিয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে গাবতলীর আমিনবাজারে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে সেখানে সাভার থানার ওসি এবং আওয়ামী লীগ নেতাদের হামলার শিকার হন তারা। ইরফান আমানের ঘনিষ্ঠ সহচর আব্দুস সোবহান স্বপন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এ ঘটনায় বিএনপি নেতাকর্মীসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। বিষয়টি জানাতে নির্বাচন কমিশনের (ইসি) অভিমুখে রওনা দিয়েছেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান।’

কেএইচ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।