ক্রসফায়ারের নামে মানুষ হত্যা করছে সরকার : বিএনপি


প্রকাশিত: ০২:৪২ পিএম, ২০ আগস্ট ২০১৫

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সরকার ক্রসফায়ারের নামে মানুষ হত্যা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন।

রিপন বলেন, ছাত্রলীগ বলছে ক্রসফায়ারের নামে আমাদের নেতাকর্মীতের হত্যা করা হচ্ছে, এটা মানা যায় না। অপরদিকে ওবায়দুল কাদের বললেন, এ্যাকশন শুরু। মন্ত্রীর একথা থেকেই বুঝা যায়, ক্রসফায়ারের নামে মানুষ হত্যা করছে সরকার। ওবায়দুল কাদেরের এ বক্তব্যের মধ্য দিয়ে সরকার স্বীকার করেছে, ক্রসফায়ার তারাই করাচ্ছে।

সরকারকে উদ্দেশে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি সামলান। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। তাহলেই সব সমস্যার সমাধান সম্ভব।

রিপন বলেন, বিএনপির নেতাদের ক্রসফায়ারে হত্যা করলে ছাত্রলীগ ও সরকারের কিছুই যায় আসে না। আর সরকারি দলের কেউ ক্রসফায়ারে হত্যার শিকার হলে সরকারের যায় আসে। কিন্তু এক যাত্রার দুই নীতি মেনে নেয়া যায় না।

সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

আরএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।