বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার গ্রেফতার
বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। বুধবার সকালে গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
জাগো নিউজকে তিনি বলেন, ‘শেরেবাংলা নগর থানায় দুলুর বিরুদ্ধে একটি নাশকতার মামলা ছিল। ওই মামলায় তাকে গ্রেফতারের জন্য আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।’
নাটোর-২ আসন থেকে নির্বাচন করতে চাওয়া বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়ন বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তা। দুলু রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেও ব্যর্থ হয়ে পরে যান হাইকোর্টে। হাইকোর্ট তার প্রার্থিতা ফিরে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।
সোমবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এআর/এসআর/পিআর