দুদকের মামলায় সিরাজগঞ্জে শিক্ষক কারাগারে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সিরাজগঞ্জে এক প্রধান শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইবুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ জাফরোল হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোবাদ হোসেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পরানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একই উপজেলার রশিদপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে।
দুদকের আইনজীবী অ্যাড. সুকুমার চন্দ্র দাস জানান, ২০১৩ সনে পরানপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় চার লাখ ২৪ হাজার টাকা আত্মসাত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোবাদ হোসেন। পরবর্তীতে দুদকের বরাবর একটি অভিযোগপত্র প্রেরণ করা হয়।
অভিযোগ পাবার পর একই বছর ৩০ জুন দুদকের উপ-পরিচালক রাম মোহন নাথ তদন্ত করেন। ওই সময় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতে একটি মামলা দায়ের করে দুদক করেন তিনি।
তিনি আরো জানান, মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোবাদ হোসেন ও পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমানকে অভিযুক্ত করা হয়। দুপুরে অভিযুক্তরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত হাবিবুর রহমানকে জামিন প্রদান করলেও প্রধান শিক্ষককে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাদল ভৌমিক/এআরএ/পিআর