আমি বিএনপির কেউ না : তোপের মুখে ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮

মনোনয়নবঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। রোববার সন্ধ্যায় তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভরত কুমিল্লা-৪ আসনের ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর সমর্থকরা তাকে ঘিরে ধরেন। কুমিল্লা উত্তর জেলা বিএনপির এই সভাপতি ও সাবেক সংসদ সদস্যকে মনোনয়ন দেয়ার দাবি জানান তারা।

এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বিক্ষুব্ধ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমি বিএনপির কেউ না। এখানেই তো শেষ না, ভবিষ্যতে মন্ত্রী করা যেতে পারে...।

এ সময় বিএনপি নেতার সমর্থকরা কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে মঞ্জুরুল আহসান মুন্সীকে এমপি হিসেবে দেখতে চাই বলে স্লোগান দিতে থাকেন। তখন নীরব ছিলেন ডা. জাফরুল্লাহ। বিক্ষুব্ধ নেতাকর্মীদের তোপের মুখে একপর্যায়ে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা জানান।

গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের পাশের সড়কে দলটির মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকরা বিক্ষোভ অব্যাহত রয়েছে। রোববার সকাল ১০টা থেকে মনোনয়নবঞ্চিত কুমিল্লা-৪ আসনের ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, মুন্সীগঞ্জ-১ আসনের এম আব্দুল্লাহ এবং ঢাকা-১ আসনের আশফাকের পক্ষে বিক্ষোভ করেন তাদের সমর্থকরা।

কেএইচ/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।