কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কি না খতিয়ে দেখছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কি না তা খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নির্বাচনে যেন প্রভাব না পড়ে সেই বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ করছে এনবিআর।

রোববার এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

এনবিআর চেয়ারম্যান বলেন, ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কি না তা খতিয়ে দেখছি। আমরা কাজ করছি। এটা সময়সাপেক্ষ বিষয়। ব্যাংক সার্চ দিতে হবে।

nrb

তিনি বলেন, আপনারা জানেন এই মুহূর্তে যদি খড়্গহস্ত হয়ে যাই তাহলে অনেকে ভাববে যে উনি বিরোধীদলের পক্ষ হয়ে নির্বাচন করছেন এ জন্য ধরছি। যাই হোক এ প্রক্রিয়া চালু আছে।

নির্বাচনে আছে বলেই ছাড় দেয়া হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না পরিস্থিতি যাতে ওই লাইনে না যায়.. তবে তাকে ছাড় দিচ্ছি না।

এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরকে দেয়া এক চিঠিতে ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কি না তা জানতে চায়।

এসআই/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।