ঝালকাঠিতে বিএনপি নেতা কারাগারে


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২০ আগস্ট ২০১৫

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ব্রিজের ঢালে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা বিএনপির সহ-সভাপতি ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মিঞা আহমেদ কিবরিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে দুপুরে বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম সোলায়মান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইনজীবী ও জেলা বিএনপির সহসভাপতি হুমায়ুন কবীর বাবুল জাগো নিউজকে বলেন, নলছিটি উপজেলার দপদপিয়া ব্রিজের ঢালে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নি সংযোগের অভিযোগে নলছিটি থানায় বিশেষ ক্ষমতা আইনে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের নামে মামলা দায়ের করে পুলিশ। এ ঘটনায় অভিযোগপত্র দাখিল করলে মিঞা আহমেদ কিবরিয়া আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে হাজিরা দেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজনৈতিক মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামীম তালুকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক সাফায়াত হোসেন সরদার, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, তাজুল ইসলাম তাজু প্রমুখ।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।