মির্জা আব্বাসকে দুদকের জিজ্ঞাসাবাদ


প্রকাশিত: ০৯:৫০ এএম, ১২ অক্টোবর ২০১৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাসকে প্লট বরাদ্ধের অনিয়মের মামলা তদন্তে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুপুর ২টা ৫০ মিনিটে দুদক কার্যালয়ে দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় এ জিজ্ঞাসাবাদ শুরু করেন।

 

এর আগে উপরোল্লিখিত অভিযোগে ১২ সেপ্টেম্বর নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও বিএনপি নেতা মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১২ অক্টোবর দুদক কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নোটিশ পাঠায় দুদক।

 

১২ অক্টোবর রোববার সকালে নৌমন্ত্রী উপস্থিত হলেও মির্জা আব্বাস উপস্থিত হননি। নৌমন্ত্রীর জিজ্ঞাসাবাদ সকাল ১১ টায় শুরু হয়ে দুপুর ১টার দিকে তা শেষ হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।