বিএনপি নেতাদের অ্যাকাউন্ট নজরদারিতে রাখার অনুরোধ


প্রকাশিত: ০৮:১০ এএম, ২০ আগস্ট ২০১৫

বিএনপি নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট নজরদারিতে রাখতে প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, খোঁজ নিলে দেখা যাবে বিএনপির অনেক নেতা-নেত্রীর অ্যাকাউন্ট থেকে জঙ্গিদের অর্থায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ অনুরোধ জানান। ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এই মানববন্ধের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।

মানববন্ধনে হাছান মাহমুদ বলেন, ‘জাতীয় আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারজানা বিএনপির একজন সক্রিয় নেত্রী। তার অ্যাকাউন্ট থেকে জঙ্গিদের কিভাবে অর্থ প্রদান করা হয়েছে সেটা সবাই জানে। অন্য বিএনপি নেতাদেরও ব্যাংক অ্যাকাউন্ট নজরদারিতে রাখুন তাহলে অনেক তথ্যই বেড়িয়ে আসবে।’

সন্ত্রাসীদের আশ্রয়-প্রশয় দিয়ে বিএনপি দেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে চায় উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, এক সময় তারা দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছিলো।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের পাশাপাশি বর্তমানে যারা দেশে অস্থিরতা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় ১৪ জন মানুষ নিহত হলো, অথচ তৎকালীন সরকার প্রশাসনের একজন কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়নি। এত প্রমাণিত হয় সেই নৃশংস হামলা খালেদা জিয়ার মদদে, তারেক রহমানের নেতৃত্বে হয়েছিলো।’

আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে মানবন্ধনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগে কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই কানু, ফজলুল ইসলাম নাঈম প্রমুখ।

আএসএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।