আজকের জোকস : ২০ আগস্ট ২০১৫


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ২০ আগস্ট ২০১৫

দুই ছাত্র মারামারি করার পর শিক্ষক তাদের শাস্তি হিসেবে নিজেদের নাম ১০০ বার করে লিখতে বললেন।
১ম ছাত্র- স্যার আপনি রহিমের পক্ষে রায় দিয়েছেন।
শিক্ষক- কেন ? আমি তো দু`জনকেই সমানভাবে ১০০ বার নাম লিখতে দিয়েছি!!
১ম ছাত্র- স্যার ওর নাম হচ্ছে আ. রহিম আর আমার নাম হচ্ছে ওমর ইবনে আব্দুল গাইয়্যুম
********

দুই বন্ধুর মধ্যে ডাকাতির গল্প হচ্ছিল-
১ম বন্ধু- তোকে গাড়ি থেকে নামিয়ে সর্বস্ব লুট করে ডাকাতরা পালিয়ে গেল অথচ তুই কিনা চেঁচিয়ে লোকও জড়ো করতে পারিস নি?
২য় বন্ধু :- কোন উপায় ছিলনা বন্ধু। ওরা আমার টাকা পয়সাসহ গায়ের জামা কাপড় সব খুলে নিয়েছিল আর পাশেই ছিল লেডিস হোস্টেল। বুঝতেই পারছিস...
************

শিক্ষক ও ছাত্রের মধ্যে ব্যকরণ বিষয়ে কথোপকথন হচ্ছিল-
শিক্ষক- বলতো টুটুল ধ্বনি কাহাকে বলে?
টুটুল- স্যার এটাতো একদম সহজ প্রশ্ন! এ জগতে যার ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি বেশি তাকে ধ্বনি বলে!
********

১ম ব্যক্তি- কি ভাই কোমরে দড়ি বেঁধেছেন কেন?
২য় ব্যক্তি- ফাঁসিতে ঝুলবো তাই।
১ম ব্যক্তি- ফাঁসিতো গলায় বেঁধে দিতে হয়, কোমরে বেঁধেছেন কেন?
২য় ব্যক্তি- গলায় দিয়ে দেখেছি, দম বন্ধ হয়ে আসে কি না।

# আজকের জোকস : ১৯ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ১৮ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ১৭ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ১৬ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ১৫ আগস্ট ২০১৫
#আজকের জোকস : ১৪ আগস্ট ২০১৫

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।