সবচেয়ে বেশি প্রার্থিতা ফেরত বিএনপির

সিরাজুজ্জামান
সিরাজুজ্জামান সিরাজুজ্জামান , জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দেয়া মনোনয়নপত্র সবচেয়ে বেশি বাতিল হয়েছিল বিএনপির প্রার্থীদের। রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়ন যেমন বেশি বাতিল করেছিল সেই অনুপাতে আবার বেশিই ফেরত দিচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) আপিল বিভাগ। দ্বিতীয দিন নির্বাচন কমিশনে আপিল শুনানির পর শুক্রবার ৭৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে বিএনপির ২১ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন।

অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কুড়িগ্রাম-৪ আসনের মো. জাকির হোসেন বৈধতা পেয়েছেন। আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়ন তেমন বাতিল হয়নি।

এ ছাড়া জাতীয় পার্টির ৮ জন, স্বতন্ত্র ১৩, জাকের পার্টির ৪, ইসলামী আন্দোলনের ৬, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫, কমিউনিস্ট পার্টির ৫, খেলাফত মজলিশের ৩, ন্যাশনাল পিপলস পাটির ৩, ইসলামী ঐক্যজোটের ৩, বিএনএফ’র দু’জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, গণফোরাম, এলডিপি ও জাতীয় সমাজতাতিন্ত্রক দলের (জেএসডি) একজন করে প্রার্থিতা ফেরত পান।

গতকাল বৃহস্পতিবার আপিল শুনানির প্রথম দিন বিএনপির ৩৮ জনের প্রার্থিতা ফেরত দেয়া হয়। আর আওয়ামী লীগ ফেরত পায় একটি।

২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের পর ২ হাজার ২৭৯টি বৈধ ও ৭৮৬টি অবৈধ বলে ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এগুলোর মধ্যে বিএনপির ১৪১টি, আওয়ামী লীগের ৩টি এবং জাতীয় পার্টির ৩৮টি মনোনয়নপত্রও বাতিল হয়। স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ৩৮৪টি। বাকিগুলো অন্যান্য দলের।

বিএনপির যারা প্রার্থিতা ফিরে পেলেন

জামালপুর-১ এর এম রাশিদুজ্জামান মিল্লাত, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের মো. মুসলিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের মোহাম্মদ জিয়া উদ্দিন ও আবদুল খালেক, চট্টগ্রাম-৭ আসনে মো. আবু আহমেদ হাসনাত, বরগুনা-১ মো. মতিয়ার রহমান তালুকদার, ভোলা-১ গোলাম নবী আলমগীর, পটুয়াখালী-২ শহিদুল আলম তালুকদার, ঢাকা-১৬ একেএম মোয়াজ্জেম হোসেন, কিশোরগঞ্জ-১ খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মানিকগঞ্জ-২ মঈনুল ইসলাম খান, মুন্সিগঞ্জ-১ মো. আব্দুল্লাহ, মাদারীপুর-১ নাদীরা আক্তার, ঢাকা-১ ফাহিমা হুসাইন জুবলী, কিশোরগঞ্জ-৩ সাইফুল ইসলাম সুমন, নারায়ণগঞ্জ-৪ মো. মামুন মাহমুদ, মৌলভীবাজার-১ এবাদুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৪ দেওয়ান জয়নুল জাকেরীন, টাঙ্গাইল-৬ নুর মোহাম্মদ খান, শরীয়তপুর-১ সরদার এ কে এম নাসির উদ্দীন ও নেত্রকোনা-৫ এর মো. আবু তাহের তালুকদার।

জাতীয় পার্টির যারা প্রার্থিতা ফেরত পেলেন

চাঁদপুর-৫ এর খোরশেদ আলম খুশু, বরিশাল-২ মাসুদ পারভেজ (সোহেল রানা), নারায়ণগঞ্জ-৪ মো. সালাউদ্দিন খোকা, ঢাকা-৮ আসনের মাহমুদা রহমান মুন্নি, ঢাকা-১৬ মো. আমানত হোসেন, সিলেট-৫ সেলিম উদ্দিন, কিশোরগঞ্জ-২ এরশাদ হোসাইন ও মানিমগঞ্জ-২ এর এস এম আব্দুল মান্নান।

স্বতন্ত্র যারা ফেরত পেলেন

চট্টগ্রাম-৮ আসনের হাসান মাহমুদ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ মো. গিয়াস উদ্দিন ও মো. ছাইফুল্লাহ (হুমায়ুন মিয়া), বরিশাল-২ আসনের একে ফাইয়াজুল হক, পটুয়াখালী-২ মো. মিজানুর রহমান খান, বরিশাল-২ সৈয়দা রুবানা আক্তার, পটুয়াখালী-২ মো. শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ-৪ মো. গিয়াসউদ্দিন, টাঙ্গাইল-৬ মো. আবুল কাসেম, টাঙ্গাইল-৬ এম আশরাফুল ইসলাম, মাদারীপুর-২ আল আমীন মোল্লা, হবিগঞ্জ-১ অধ্যাপক মো. আব্দুল হান্নান ও ময়মনসিংহ-৮ এর মাহমুদ হাসান সুমন।

জাকের পার্টির যারা প্রার্থিতা ফেরত পেলেন

পটুয়াখালী-১ আসনের মো. আবদুর রশিদ, বরিশাল-১ আসনের মো. বাদশা মিয়া, শরীয়তপুর-২ এর মো. বাদল কাজী ও ময়মনসিংহ-৫ এর মো. জহিরুল ইসলাম।

ইসলামী আন্দোলনের যারা ফেরত পেলেন

ঢাকা-৩ এর মো. সুলমান আহম্মদ খান, কিশোরগঞ্জ-২ মো. সালাহউদ্দিন (রুবেল), কিশোরগঞ্জ-৬ মোহাম্মদ মুসা খান, টাঙ্গাইল-৮ মো. আ. লতিফ মিয়া, ময়মনসিংহ-১ মো. হাবিবুল্লাহ ও ময়মনসিংহ-১১ মো. আমান উল্লাহ সরকার।

জাসদের যারা ফেরত পেলেন

নরসিংদী-২ এর জায়েদুল কবীর, গাজীপুর-৩ মো. জহিরুল হক মণ্ডল বাচ্চু, কিশোরগঞ্জ-১ মু. আব্দুর রহমান, কিশোরগঞ্জ-৫ সেলিনা সুলতানা, রংপুর-২ এর কুমারেশ চন্দ্র রায়।

কমিউনিস্ট পার্টির ফেরত পেলেন যারা

শরিয়তপুর-৩ এর সুশান্ত ভাওয়াল, কিশোরগঞ্জ-২ নুরুল ইসলাম, কিশোরগঞ্জ-৩ ডা. এনামুল হক (ইদ্রিস), ঢাকা-২ সুকান্ত শফি চৌধুরী, ফরিদপুর-৪ এর আতাউর রহমান।

খেলাফত মজলিশের ফেরত পেলেন যারা

টাঙ্গাইল-৭ এর সৈয়দ মজিবর রহমান, সুনামগঞ্জ-৪ মোহাম্মদ আজিজুল হক ও ঢাকা-১৮ এর সাইফ উদ্দিন আহমেদ।

ন্যাশনাল পিপলস পার্টির ফেরত পেলেন যারা

টাঙ্গাইল-৬ এর মামুনুর রহমান, টাঙ্গাইল-৩ এসএম চাঁন মিয়া ও সুনামগঞ্জ-৪ এর মোহাম্মদ দিলোয়ার।

ইসলামী ঐক্যজোটের ফেরত পেলেন যারা

কুমিল্লা-১ আসনে মো. আলতাফ হোসেন, সিলেট-৫ এমএ মতিন চৌধুরী ও হবিগঞ্জ-৩ এর মাওলানা আতাউর রহমান।

আর গণফোরামের হবিগঞ্জ-১ আসনের রেজা কিবরিয়া, জাতীয় সমাজতাতিন্ত্রক দল-জেএসডির ঢাকা-১৮ শহীদ উদ্দিন মাহমুদ, এলডিপির নেত্রকোনা-১ এর মো. এমএ করিম আব্বাসী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ঢাকা-৮ আসনের এসএম সরওয়ার প্রার্থিতা ফেরত পান।

এইচএস/এনডিএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।