সৈয়দপুরে নামতে না পেরে শাহজালালে ফিরলো বিমান


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ২০ আগস্ট ২০১৫

ভারী বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ফলে সৈয়দপুরের আকাশে ২৫ মিনিট অবস্থানের পর ঢাকায় ফিরে আসে বিমানটি। এসময় বিমানের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

বৃহস্পতিবার সকাল ৬.৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট (নং-১৫১) সৈয়দপুর বিমানবন্দরে ৭.৫০ মিনিটে অবতরণের কথা থাকলেও ভারী বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নামতে পারেনি। বিমানটিতে জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীসহ ৪৭ জন যাত্রী ছিলেন।

এদিকে সৈয়দপুর বিমানবন্দরে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ ৬৩ জন যাত্রী অপেক্ষা করার পর শুধুমাত্র মন্ত্রীসহ ৩ জন পরবর্তী ইউনাইটেড এয়ারওয়াজে ঢাকায় ফিরেন এবং বাকি যাত্রীরা দুর্ভোগে পড়েন। নাম প্রকাশে এক যাত্রী জানান, এর আগেও কয়েকবার এধরণের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কোন নজর দিচ্ছেন না। প্রায় বিমান দেরিতে আসা-যাওয়া নিত্যনৈমিত্তক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে সৈয়দপুর বিমান ব্যবস্থাপক শাহিন আহমেদ জানান, নামতে না পারা ইউএস-বাংলার ফ্লাইটটি ঢাকা ফিরে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৈয়দপুর স্টেশন ইনচার্জ রাকিব মোস্তাকিম। কিছুক্ষণের মধ্যে ঢাকা থেকে ওই বিমানটি সৈয়দপুরের উদ্দেশ্যে আসবে।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।