দু-একদিনের মধ্যেই সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৮

জাতীয় পার্টির নতুন মহাসচিব ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন। তবে দু-একদিনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে (সিঙ্গাপুর) যেতে পারেন।

সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

রাঙ্গা বলেন, ‘আমি গতকাল রাত্রেও চেয়ারম্যানের বাসায় উনার সঙ্গে অন্তত দেড় ঘণ্টা ছিলাম। উনি এখনো ভালো আছেন, হাঁটতেও পারেন। আমরা সকালে একসঙ্গে নাশতা করেছি। তবে আগে থেকেই উনার হিমোগ্লোবিনের সমস্যা রয়েছে। আমাদের যেটা ১২, সেটা উনার ১০। এটা মাঝেমধ্যে একটু কম হয়। তাই একটু দুর্বল হয়। এরপর ওষুধপত্র ঠিকমত খেলে অবস্থা ভালো হয়। উন্নত চিকিৎসার জন্য দু-একদিনের মধ্যে দেশের বাইরে যেতে পারেন তিনি। ডাক্তারা উনাকে ডেকেছেন তাই যেতে পারেন।’

এর আগে গত ২৮ নভেম্বর সদ্য সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছিলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন। তিনি দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরের চিকিৎসা নেন। কিন্তু বর্তমান অবস্থায় তার সিঙ্গাপুরের চিকিৎসা নেয়ার দরকার নেই। তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন না।

এমইউএইচ/এনডিএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।