বঙ্গবন্ধুর অসম্মান করা হচ্ছে : আশরাফ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দলীয় গণ্ডির ভেতরে রেখে তার অসম্মান করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বুধবার সন্ধ্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ সমর্থিত পেশাজীবী সমন্বয় পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আসলে বঙ্গবন্ধুতো শুধু আওয়ামী লীগের না। উনি জাতির পিতা। আমরা যদি বঙ্গবন্ধুকে গণ্ডির মধ্যে রাখি তাহলে বঙ্গবন্ধুর মর্যাদা থাকে না। বঙ্গবন্ধু যে জাতির পিতা সেটার সম্মান থাকে না।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি সাবেক বিচারপতি ও সিনিয়ার আইনজীবী এএফএম মেসবাহ উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ বলেন, আগামীতে আরো সার্বজনীনভাবে বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে পারবো বলে আশা করি।
জাতির পিতার স্মৃতিচারণ করে তিনি বলেন, বঙ্গবন্ধু ময়মনসিংহে আমাদের বাসায় আসতেন। আমার পিতার সঙ্গে তার যেমন নেতা ও কর্মীর সম্পর্ক ছিলো তেমনি বন্ধুত্ত্বেরও।
খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ধরে নিলাম আপনার জন্মদিন ১৫ আগস্ট। কিন্তু আপনি জাতির পিতার প্রতি সম্মান রেখে ১৬ তারিখ আপনারা কেক কাটেন ড্যান্স করেন তাতে আমাদের কোনো আপত্তি নেই। আপনি কেক কেটে জাতিকে ঐক্যবদ্ধ না করে বিভক্ত করেছেন। তবে সকালে না কেটে রাতে কেক কেটেছেন এটা সাম ইমপ্রুভমেন্ট। আশা করি ভবিষ্যতে উনার আরো উন্নতি হবে। আগামীতে হয়তো তিনি (খালেদা) ১৫ তারিখে কেকই কাটবেন না আমি আশা করি।
সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স অধ্যাপক ড. আ আ মস আরেফিন সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সা্বেক স্বাস্থ্য মন্ত্রী ডা.আফম রুহুল হক ও পরিষদের মহাসচিব ডা.কামরুল হাসান খান।
এফএইচ/এসকেডি/এমআরআই