শেষ পর্যন্ত বাতিল হলো আব্বাস পত্নীর মনোনয়ন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ০২ ডিসেম্বর ২০১৮

ঢাকা-৯ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের মনোনয়ন বাতিল করেছে ঢাকা জেলা রিটার্নিং কার্যালয়।

রোববার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঋণখেলাপির অভিযোগে মির্জা আব্বাসের স্ত্রীর মনোনয়ন স্থগিত করা হয়।

সে সময় মির্জা আব্বাস এ-সংক্রান্ত আদালতের আদেশের কাগজপত্র জমা দেন। তখন তাদের দুই ঘণ্টা সময় দেয়া হয়। কিন্তু ওই সময়ের মধ্যে ঋণখেলাপি-সংক্রান্ত কাগজপত্র বাংলাদেশ ব্যাংক থেকে এনে দেখাতে না পারায় বিকেলে আফরোজা আব্বাসের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

ঢাকা বিভাগীয় কমিশনার কেএম আলী আজম বিষয়টি নিশ্চিত করেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ টেলিকমের কাছ থেকে আফরোজা আব্বাসের ঋণখেলাপি থাকার কথা জানা গেছে।

জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।