বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে


প্রকাশিত: ১১:৫৭ এএম, ১৯ আগস্ট ২০১৫

আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনে অনুপ্রবেশকারীরা দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এই সকল বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বুধবার রাজধানীর মহাখালীস্থ সরকারি তিতুমীর কলেজে শহীদ বরকত মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠন, এমনকি আওয়ামী লীগে ও অনুপ্রবেশ করেই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। কিছু কিছু জায়গায় তারা বিশৃঙ্খলা ঘটিয়ে সরকারের সমস্ত অর্জন ম্লান করে দেয়ার চেষ্টা করছে। এটা ষড়যন্ত্রের একটা অংশ।

মাহবুব উল আলম হানিফ বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অর্জন ম্লান হয়ে যাক এটা আমরা চাই না। প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছিলেন, যে কোনো অন্যায় কঠোর হাতে দমন করতে। তাঁর নির্দেশ অনুযায়ী যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।

তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, তিতুমীর কলেজের অধ্যক্ষ আবু হায়দার আহমেদ নাছের, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।