ভারতে যাওয়ার সময় ১০ নারী-পুরুষ আটক
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বুধবার সকালে ১০ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটকরা হলেন, মাদারীপুর জেলার আব্দুল মান্নানের ছেলে ফরহাদ হোসেন (২৪), সিদ্ধিরগঞ্জের অলক চক্রবর্তীর স্ত্রী দীপ্তি রানী (৪৬), গোপালগঞ্জের বিরাট দত্তের ছেলে জীবন দত্ত (১৯), মেয়ে সুপর্ণা দত্ত (১৯), অখিল রায়ের মেয়ে অনাদী রায় (২১), ছেলে অমিত রায় (১৮), গণপতি বিশ্বাসের স্ত্রী অনুভা বিশ্বাস (৪০), মেয়ে শিফা বিশ্বাস (২৫), ধুরুন্দয় বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস (৬৮) ও পরীক্ষিত মন্ডলের ছেলে সঞ্জয় মন্ডল (২৫)।
খুলনা ২৩ বিজিবির পুটখালি ক্যাম্প কমান্ডার শফিউদ্দিন হাওলাদার জানান, পাচারকারীরা অবৈধভাবে একদল নারী-পুরুষকে ভারতে পাঠানোর চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ১০ নারী-পুরুষকে আটক করে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের মামলা হয়েছে।
জামাল হোসেন/এমএএস/আরআইপি