প্রার্থীদের রিটার্নিং অফিসে যেতে বিএনপির অনুরোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ৩০ নভেম্বর ২০১৮

মনোনয়নপত্র বাছাইয়ের দিন দলের ও দুই জোটের প্রার্থী, প্রস্তাবক এবং সমর্থকদের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি।

শুক্রবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী ২ ডিসেম্বর। সারাদেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই বাছাই প্রক্রিয়া চলবে। ওইদিন বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলীয় জোটের প্রার্থীসহ প্রস্তাবক ও সমর্থকদের যথাসময়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

কেএইচ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।