মহাজোট মনোনয়ন না দিলে ‘আল্লাহ দেখবে’ : ফারুক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২৮ নভেম্বর ২০১৮

মহাজোট মনোনয়ন না দিলে ‘আল্লাহ দেখবে’ বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক)।

বুধবার (২৮ নভেম্বর) সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মহাজোটের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কি-না জানতে চাইলে ফারুক বলেন, 'আল্লাহ দেখবে।’

তিনি বলেন, ‘এটা হতেই পারে, একজন কেন, দল ১০ জনকে দাঁড় করাতে পারে। কিন্তু জনগণ যাকে চাইবে তাকেই দেয়া উচিত। গত দুদিনে আমি জনগণের কাছ থেকে অনেক সমর্থন ও ভালোবাসা পেয়েছি। যদি ঢাকা-১৭ আসন থেকে অন্য কেউ মনোনয়ন পান তাহলে মনে করবো যারা মনোনয়ন দিয়েছেন তারা জনগণের চেয়ে বেশি বুঝে।’

এর আগে গাজীপুর-৫ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলে মনোনয়ন কিনেছিলেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ফারুক। তবে কালীগঞ্জ নয়, ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসন থেকে তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

এদিকে ঢাকা-১৭ আসনে নির্বাচনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। ফলে এ আসনে জোট শরিকদের ছেড়ে দেয়া হবে নাকি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচন করবেন তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

এএস/এ আর/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।